কুয়াশা
-তমালী বন্দ্যোপাধ্যায়
কুয়াশারা ভিড় করে আজ,
আবছা চাদর বিছিয়ে দিলো।
উদাসী এক কন্যা তখন,
মনখারাবি সঙ্গে নিলো।
কেমন করে ফিরবে সে আজ
অন্ধকারের পথ পেরিয়ে?
পড়ে থাকা ঝরা পাতা,
আলতো পায়ে মর্মরিয়ে?
একটা সাঁকো পেরিয়ে তাকে,
ফিরতে হবে নিজের ঘরে।
সেই সাঁকোতেই হাত বাড়ালো
একটি ছেলে, অন্ধকারে।
সংশয় আর আশংকারই
দোলায় দুলে,
ধরলো সে হাত আপন করে,
মনের দুয়ার আপনি খুলে।
দেখলো চেয়ে আলোর আকাশ,
অন্ধকারের দ্বীপ ছাড়িয়ে।
ফুল গন্ধে ভরা বসন্তদিন,
কুয়াশাময় রাত পেরিয়ে।।