কবিতা

কবিতা- হারানো তুমি

হারানো তুমি
-অমিতাভ সরকার

 

 

বর্ষ শেষের কবিতা এঁকে রাখি তোমাকে নিয়ে।
তুমি ছিলে তুমি চলে গেলে,
মাঝখানে বিস্তর পথ ;–কত গল্প, কত কথা, কত মান, কত অভিমান।
স্মৃতিতে মিশে আছ তুমি, হাওয়ায় উড়ে যাওয়া ওড়নাকে ধরে রাখা, হাসতে হাসতে গড়িয়ে পড়া।
মুখের উপর উড়ে আসা চুলকে যত্নে রাখা।
মনে পড়ে একাদশীর চাঁদ হাসতে হাসতে আমাদের দুজনের কাছে এসেছিল।
দুজনে হাত ধরে ধ্রুবতারা দেখেছিলাম।
একদিন শুকতারা দেখতে গিয়ে দুজনে দুঃখ পেয়েছিলাম ,অকারনে অভিমান।
মনে পড়ে বটগাছটার কথা, বটের ঝুরি ধরে কত কথা। সময় হারিয়ে যেত সেখানে।
ভাঙ্গা চাতাল, এঁদো পুকুরপাড় , ডুমুর গাছের ছায়া,বৈচি ফলের গল্প।
আরশির সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা, বিভিন্ন আঙ্গিকে।
হয়তোবা সময়ের অপচয় ছিল কিন্তু এ এক আলাদা পরিতৃপ্তি অন্য এক উন্মাদনা।
তুমি গেছো চলে অনেক দূরে। যা কিছু রেখে গেছ সবই তো স্মৃতি, ইতিহাস হয়ে পড়ে আছে।
সময়ের অবক্ষয়ে একসময় বিস্তৃতি হয়ে যাবে।
অমোঘ নিয়মে যা চলে যায় তা চলে যায় কোনদিন ফিরে আসে না।
কখনবা ইতিহাসের পাতায় কখনবা অবক্ষয়ে শেষ হয়।
বর্ষ শেষের পাতা উল্টাতে গিয়ে এই অনুভূতি গুলো বারবার দুঃখ দিল।
স্মৃতি ও বিস্মৃতির মাঝে তোমার ভেজা ওষ্ঠ আজও মনে পড়ে।
জীবনের শেষ দিনেও হয়তো তুমি বেঁচে থাকবে তোমার নরম পরশের অনুভূতির মাঝে।।

Loading

Leave A Comment

You cannot copy content of this page