Site icon আলাপী মন

কবিতা- স্বপ্ন

স্বপ্ন
-মহুয়া সমাদ্দার

 

কিছু স্বপ্নে কল্পনা থাকে
কিছু স্বপ্নে মন
কিছু স্বপ্নে যায় হারিয়ে
হয়তো বা প্রিয়জন।

কিছু স্বপ্নে আমি দেখি রোজ
বৃষ্টিতে ভেজে দীন
কিছু স্বপ্নে সন্ধ্যা ঘনায়
অন্ধকার, গহীন।

কিছু স্বপ্নে আকাশ হাসে
নদীর বুকে মাথা
কিছু স্বপ্নে নদী বুজে যায়
রেখে যায় ক্ষোভ, ব্যথা।

কিছু স্বপ্নে পাখিরা ওড়ে
আকাশ পানে ধায়
কিছু স্বপ্নের নোংরা নেশায়
মন ভরে আগাছায়।

কিছু স্বপ্ন, স্বপ্ন-ই থাকে
যায়না তাকে ছোঁয়া
তবুও আশায় থেকে যায় মন
শরৎ শিশির ধোয়া।

Exit mobile version