কবিতা

কবিতা- অভিযোজন

অভিযোজন
 – রানা চ্যাটার্জী

একটু খারাপ হওয়া খুব দরকার
চারিদিকে জটিলতা মাঝে সহজাত সরলতা নিয়ে,
বেঁচেছো কি পরোয়া করবে না কেউ  প্রকাশ্যে
                     রগড়ে কিংবা মাড়িয়ে দিতে।

চেষ্টা করো বরং এক পোঁচ স্বার্থপরতা গুলে,
বহুরূপী না সাজতে পারো,দুমুখো চরিত্রের তো হও

যখন যেমন তখন তেমন রং বদলানোর সুযোগ
তোমায় এনে দিতে পারে”খুব ভালো মানুষ তকমা”
                    বর্জন করো আগবাড়িয়ে সহায়তা,
যার জন্য করছো ভুল ভাবনায় সে হয়তো
       ছোবল মারতে এক পা এক পা করে প্রস্তুত।

নিজের সহজাত ভালো কিছুর ব্যাখ্যা নাইবা দিলে,

যে ভুল বোঝার তাকে শুধরানোর দায় তোমার নয়
  বেঁচে থাক মনুষ্যত্ব,বাহারী প্রজাপতির রং ধার
    করে,খসে যাক চুন সুড়কির পলেস্তারা মুখোশ,
         সমৃদ্ধতায় ভরুক মানুষের ভালো গুণাবলী।

Loading

Leave A Comment

You cannot copy content of this page