কবিতা

কবিতা-কেমন করে ভালো থাকি!

কেমন করে ভালো থাকি!
 সুমিতা পয়ড়‍্যা

 

 

যেমন করে থাকলে মানুষ
মানুষ নাকি ভালো থাকে।
রুদ্ধদ্বারে বসে থেকে
যেমন ভাবে মানুষ ভাবে।
এক আকাশে উড়ন্ত মেঘে
যেমন করে ছবি আঁকে।
যেমন করে পাহাড় পুরে
ঝর্ণা শোনায় তান।
তেমন করে, তেমন করে।
যেমন করে সময় চলে
নিজের খেয়ালে গান গেয়ে।
যেমন করে বাঁচলে মানুষ
বাঁচার মাঝে প্রাণ পায়।
তেমন করে তেমন করে।
যেমন করে বৃষ্টি ধারা
চোখের জলকে ধুইয়ে দেয়।
বালিশ ভরে সোঁদা গন্ধে
যেমন করে নীরব মনে।
তেমন করে তেমন করে।
যেমন করে হাসলে মানুষ
মানুষ ভাবে বেশ তো আছে।
যেমন করে বইলে হাওয়া
মানুষের মন শীতল হয়।
যেমন করে সকাল হলে
সূর্য্যি ওঠে পূর্বাচলে।
তেমন করে তেমন করে।
যেমন করে হঠাৎ লাগে ভালো
সব কিছু কে সঙ্গে নিয়ে।
যেমন ভাবে এভবে একা
জনম-মরণ -অমরত্বের লেখা।
যেভাবে পদ্ম পাতায় মুক্ত ফলে
টলটলে জল রূপের বলে।
তেমন করে তেমন করে।
যেমন করে নিঃশ্বাস নিলে
প্রাণ খুলে হাসতে পারে।
যেমন ভাবে কম্পিত হৃদয়
ফল্গুধারায় বন্যা বয়।
যেমন করে বাঁচলে পরে
বাঁচার মত বাঁচা বলে।
তেমন করে, তেমন ক‍রে।
ভালো থেকো ভালো থেকো
এমন করেই ভালো থেকো।
যেমন করে থাকে সবাই
তেমন করেই ভালো থেকো।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page