Site icon আলাপী মন

কবিতা- স্ত্রী

স্ত্রী

অমরেশ কুমার

 

 

কেন আসিলে ? এলো চুল খুলিয়া
কেন আসিলে ? এমন দুলিয়া দুলিয়া ;
মোর মন উঠিয়াছে কাঁপিয়া
কেমনে রাখিবো নিজেরে বাঁধিয়া ।
বাহিরে আসিলে, এমন বসনে, এমন সাজ
নাহি কি তোমার কোনো লাজ ?
কিভাবে পারিলে তুমি আসিতে
পারিতে তো অন্দরে থাকিতে ।
তোমা পানে আমি
চাহিয়া দেখিবো কেমনে
সৌন্দর্যে পূর্ণ রানী যে তুমি
ভাসিছ সদা মোর নয়নে ।
এমন, এলোচুলে তুমি আসিও না
এমনি ভাবে, তুমি আমায় দেখিও না ।

তোমার ওই যমুনা পারে
আসিয়াছি বহু বারে
তাও যেন আজ, এমন সাজ
ভুলিয়াছে মোর সকল কাজ ।
মরে উদাস করিয়া তুমি যাইও না
ওগো স্বপ্নপুরীর, সুখ রসনা ।

আজি, দেখিছু আপনি আপনা
জাগিছে দেহে-মনে অজানা বাসনা
কেমনে বুঝাইবো হে রজনী
মনেতে ছড়াইলে সুবাস , হে সুভাষিনী ।

এ চুলের খেলা , মনের দোলা
করিছে আমায় মনভোলা
তোমার ঐ মুখের হাসি
পায়ে নুপুরের রিনিঝিনি
সবই তো আমার চেনা ;
এমনই করিয়া বসিয়া
গাহিতে তুমি গান , শুনিতাম আমি
ভরি তো মোর প্রাণ ।
সে সুমধুর গানের স্বর ,আবার আসিছে ফিরিয়া
মোর হৃদয় নীড়ে ।।

Exit mobile version