Site icon আলাপী মন

কবিতা- মানবতার বীজ বুনতে

মানবতার বীজ বুনতে
-সুমিত মোদক

 

সেই যে তোমার সঙ্গে দেখা হয়েছিল,
আর দেখা নেই;
তুমি বলেছিলে আসবে ….
আসবে আবার আমাদের চরাচর ভূমিতে;

এখন আমাদের চরাচরে চর ভাঙছে;
ভাঙছে একের পর এক ইতিহাস, ঐতিহ্য, পরম্পরা ….
ভাঙছে বিবেক, বোধ, মনুষ্যত্ব …
আমরা ভিতর থেকে কেবল ফাঁকা হয়ে পড়ছি;
নিজের কাছ থেকে নিজেকেই হারাচ্ছি;

এ সময়টায় তোমার খুব প্রয়োজন ছিল;
এ সময়টায় ….
তুমি ছাড়া কে দেখাবে ভিতরের মানুষটাকে!
কে চেনাবে জগৎসংসার!
সকলে যখন নিজেই নিজেরটা নিয়ে ব্যাস্ত;
একে অপরের প্রতি বিষ ছড়াচ্ছে,
জাত-ধর্ম-বর্ণ-সম্প্রদায় নিয়ে ….
ধ্বংসের খেলায় মেতে উঠেছে
আমাদের চরাচর ভূমি;
সারাটা ভূমি জুড়ে চোরাবলি;
কখন যে কে ডুবে যাবে সে খবর কেউ জানেনা;
দিকে দিকে আগুনের লেলিহান শিখা ….
গিলে খাচ্ছে সময়টাকে,
গিলে নিচ্ছে ভবিষ্যৎ;

তুমি তো কথা দিয়ে ছিলে আমাকে, আমাদের;
কথা দিয়ে ছিলে আসবে এ সময়ে..
তুমি ছাড়া সহজিয়া গান কে বাঁধবে!
তুমি ছাড়া কে হাতে তুলে দেবে একতারা!
কে দেবে মানবতার মন্ত্র!

তুমি ছাড়া …

আমি এখন রাঙামাটির পথে হাঁটছি;
আমি এখন বাউল মেলার দিকে হাঁটছি;
পথের দু’পাশে খুঁজে চলেছি তোমাকে,
তোমার সুর, তোমার কথা, তোমার মানবতা,
তোমার দেহতত্ত্ব ….

হঠাৎ এই পৌষের শীতল বাতাস থমকে দাঁড়ালো;
অন্ধকার ভেদ করে বেরিয়ে এলো এক আলোর দ্যুতি;
সারাটা শরীর কাঁটা দিয়ে উঠল;
কেঁপে উঠলাম ভিতর থেকে;
এ আমি কাকে দেখছি!
আমি নিজেকেই যে বিশ্বাস করতে পারছি না;
সত্যি তুমি! আবার এলে!
এই ভূমিতে মানবতার বীজ বুনতে!

সেই চেনা ভঙ্গিতে তুমি গেয়ে উঠলে —-
“সব লোকে কয় লালন কি জাত সংসারে।
লালন বলে জাতের কি রূপ
দেখলাম না এই নজরে …….”

Exit mobile version