কবিতা- বদলের গান

বদলের গান
-কৃষ্ণ বর্মন

 

 

আজ তোমরা আঘাত হেনেছো
গতকালও তোমরা আঘাত হেনেছিলে
আগামীকাল তোমরাই আঘাত হানবে
এ সবটাই আমরা জানি
কালো কাপড়ের আড়ালে মুখগুলো
অন্ধকারেও স্পষ্ট চিনি

তোমাদের অস্ত্র আছে
আমার আধা দেশবাসীর বস্ত্র নেই
অন্ন নেই মুখে
দেশ জুড়ে অশ্লীল মুজ্রা
মোসাহেবরাই শুধু সুখে

তোমরা মত্ত ধর্ম নিয়ে
কর্মে হাহাকার
জনগনমন স্তব্ধ আজ
হায়নার চীৎকার

আমরা তাই কথা বলি
মিছিলে তুলি স্লোগান
আঘাত যতই তীক্ষ্ণ হোক
গাইবই বদলের গান।

Loading

2 thoughts on “কবিতা- বদলের গান

Leave A Comment