Site icon আলাপী মন

কবিতা- কপিরাইট

কপিরাইট

-অমল দাস

 

 

এ জগতের সমস্ত রঙে চোখ হোলি খেলেছে

কোলাহলের মল্লার সুরে কান শুধিত

দূষণের সুগন্ধ এড়িয়ে নাকের ছিদ্র দ্বয়-  

   বাঁচিয়ে রেখেছে জ্যান্ত অনুভূতি,

ব্যথা-বিরহ, তাপ-উত্তাপ সবই আছে,

যদিও অস্তিত্ব গুরুত্বহীন,

            এক প্রকার জড় বস্তু!

নদীর জলের কলকল ধ্বনি রক্ত স্রোতে স্পর্শ করেনি!  

ঝরে গেছে বহু বৃষ্টি, মাটিতে দাগ কেটে…  

আমার বাগানের পাতা ঝরে অন্যের উঠোনে!

তারপর ঝাড়ু, তারপর শুষ্কতায় অন্যের উনুনে।   

ছাই-ভস্মের দায় সব বামাক্ষ্যাপার…

আদ্র আবহের সুযোগে আমাকে শ্যাওলা ঘিরেছে,  

আহ্লাদে আমোদ, ক্রিয়ায় পরকীয়া নাই বা থাকুক

কপিরাইট সব এখন কীটপতঙ্গের।

Exit mobile version