মনখারাপের দিস্তা
-পাপিয়া ঘোষ সিংহ
আজকের এই উৎসবের মেঘলা দিনে,
মনে জমল মনখারাপের দিস্তা,
তোমার দেওয়া আঘাত অলঙ্কারে
আমার দু’চোখ আষাঢ়ে ভয়াল তিস্তা।
ভালোবাসায় আঘাত আছে জেনেও
মরণ ফাঁদের সমুদ্রে ঝাঁপ দিলাম,
স়াঁতারু তো নই আমি কখনোই,
গভীরতার অতলে তলিয়ে গেলাম।
তিস্তা থেকে হ’লাম ফল্গুধারা,
মনে জমাট দুখের হিমবাহ,
তোমার আঘাত নিলাম মাথা পেতে,
দিস্তাগুলো করবো এবার দাহ।
ভালো থেকো তোমার স্বজন সাথে,
সুখের ফোয়ারা ঘিরে রাখুক তোমায়,
জটিল, কুটীল পঙ্কসম মনের
সরল মানুষ হদিশ পেতে কি চায়?
আয়নাটারে শুধাবো শেষবার,
দেখতে পারিস মনের জটিল ব্যথা?
দিস্তাগুলোয় লেখা নেই কেন সুখ!
মনখারাপের আঁচড়েই ভরা খাতা।
আমার সাথী মনখারাপের দিস্তা,
হারিয়েছি যত আনন্দ গান-সুর,
অধিকারের সীমানা ভুল করে
অজান্তেই চলে গেছি বহুদূর
ভুল যত সব আমার হয়েই থাক,
আঘাত গুলো মনের খাতা ভরে,
ভালো থেকো তুমি তোমার মতো,
ফল্গু রবো, সারাজীবন ধরে।
অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আলাপীমন ও আলাপীমনের স্বজন সাথী।
🙏🙏🙏❤️