Site icon আলাপী মন

কবিতা- খেয়ালি রঙ

খেয়ালি রঙ
-অমিতাভ সরকার

 

 

কলমের বয়স হয় না, বয়স হয়না আঁচরের!
কূজ হয় শরীর, চুলে পাক ধরে, চোখে চশমা।
তবুও সবুজ মন খুঁজে বেড়ায় তোমায়।
ঝাপসা চোখে প্রতিমা আঁকি, গালে বসাই গোলাপি রং,
ঠোঁট রাঙাই চাপা বেগুনি রং দিয়ে।
খুঁজে বেড়াই চোখের পাপড়ির মাঝে কালো মাসকারা।
কালো কেশে গুঁজে দিতে ইচ্ছে করে কচি টকটকে লাল গোলাপ ।
ঝকঝকে দাঁত খুঁজি হাসির মাঝ দিয়ে।
হাতের আঙ্গুলের নখ রাঙিয়েতুলি নানা রঙে।
কথার উত্তাপ খোঁজ নেয় আলপনার।

কলমের বয়স হয় না, জং ধরেনি এখনো।
তোমার কৈশোর উত্তীর্ণ বয়সটা এখনো চোখের সামনে ভেসে চলেছে।
তুমি কি এখনো তেমনি আছো?
ফিসফিস করে বলবেনা সে মনের কথাগুলো,
যেখানে নিশ্চুপে প্রেম ছিল,ভালোবাসা ছিল শুধু তোমার আর আমার একান্তের। সময় উত্তীর্ণ হতো গোধূলি বেলার শেষে, ছুঁয়ে যেত রঙিন মেঘের কনা।

এখনো ভাবি, খেয়ালী মন ভেসে বেড়ায় উদাস হয়ে।
হয়তো এক বুক যন্ত্রণা এখনো জমে আছে বুকে।
হয়তোবা চাপা উচ্ছ্বাস নিয়ে যায় সেই দিগন্তের পারে!!
তাই কলমের মন এখনো সবুজ হয়ে আছে।
তুমি কি বুঝতে পারো এখনো?

Exit mobile version