কবিতা

কবিতা- দেখো রাত্রি নেমেছে

দেখো রাত্রি নেমেছে

-অতীশ দীপঙ্কর

 

 

কালকের ডাকে পাঠাবো ফাগুনের আগে
শেষ চিঠি,সম্পর্ক মাসুলে নিঃশেষ খনিজ কথা,
তরী ভরা অঙ্কুরীত নীল নীল বিষ জলে
নিভে গেছে পলাশের আগুন অক্ষর ধারা।

চিঠি লেখা শেষ হল না এই ঘনিষ্ঠ রাতে !
সহজাত অভিসন্ধি আততায়ীর উল্লাস ভরা,
ভালোবাসা জটিল অধ্যায়ে শ্বাপদের পায়ে
শাণিত অস্ত্রে মুচমুচে যৌনতা মুঠোফোন ধরা।

স্বপ্নের বাগিচার নিমফল তেঁতো আঙুর মুখে
ভালোবাসার গরল ঠোঁটে অভিমুন্য আবার
চক্রব্যুহ্যে ফেঁসে,অতৃপ্ত রমনের মুদ্রা নিয়ে
রমণী জেগে আছে চুড়িভরা সাজ তার।

কবির প্রতিটি প্রেমের শব্দে নগ্ন সভ্যতা
ব্যাঙাচির কিলবিল,চোরাগলিতে আজও
প্রজ্জ্বলিত শিখায় বাঘিনী নীল স্পর্ধা,
ঘুমিয়ে সেদিন আগুনের সিঁড়িতে ভ্রমও।

ঘুম ভাঙার আরষ্ঠতা থমকে দেয় আজও,
গোলাপী গোধূলি শেষে শরীরেও রাত নামে!
জানি না উষসী কবি হয়েছো কি না শেষে!
তবে মনের গভীরে দেখো রাত্রি নেমেছে।।

Loading

Leave A Comment

You cannot copy content of this page