গাছের আর্তি
-রাজশ্রী রাহা চক্রবর্তী
মাঝে মাঝে দেখি ভাঙা বাড়িটার
ফাঁক দিয়ে যেন উঁকি মারে কেউ
সবুজ পাতার লাজুক হাসিতে
ঝিলমিল করে আলো ছায়া ঢেউ
বলছে যেন সে আগামীকে ডেকে
আমিও তৈরি শিকড়ের জোরে ।
আরো প্রাণ যদি দাও গো আমাকে
জল এনে দেব অঞ্জলি ভরে ।
আকাশ বাতাস জল দেয় আমায়
পাতালের জল শিকড়ে টানে
সেই টানে জল আসবেই উঠে
নদী সরোবরে তোমাদের পানে
বাঁচাও আমায় , বাঁচাও বন্ধু
ভালো হবে তাতে জীবন সবার
যতখানি মাথা তুলবো আকাশে
ততটাই যাবে শিকড় আমার ।
জলভারে নত পুঞ্জিত মেঘ
অভিমানী মুখ ফিরিয়েছে নাকি
তাকে হাসিমুখে আহ্বান কর
পুরিয়ে সে দেবে যতকিছু বাকি
দেখবে তখন ভিজবে যে মাটি
থাকবে না আর ফুটিফাটা স্থল
সবুজে সবুজে ভরে যাবে দিক
এনে দেব দেখ অবিরাম জল ।
Khub bhalo hoeche. Vabnata besh valo. Egie jao. Aro lekho.