Site icon আলাপী মন

কবিতা- দেখে আসি একবার

দেখে আসি একবার
-দীপ্তিমান ভাণ্ডারী

 

 

হিংস্র নেকড়ের সংখ্যা
বড় বেড়ে গেছে এখানে,
লোভী হায়না আর ধূর্ত শিয়ালও তো
কম যায়না খুব একটা!

সকলেই সকলকে দেখে আড়চোখে।
সকলেই কাঁচা মাংসের প্রত্যাশী।
উদ্ধত দাঁত নখ থেকে মাঝে মাঝেই
ঠিকরে ওঠে চোখ ঝলসানো আলো।
বাঁকা চাঁদ বাঁকা চোখে
দেখে যায় সব নিশ্চুপে।

তবুও এখোনো কোথাও দূরে
মাদলের সূর জেগে ওঠে
এই শাল মহুয়ার জঙ্গলে।

কালো যুবকটি কি তবে
পিড়িতি গান শোনাবে
তার সাঁওতাল মেয়েটিকে এক্ষুনি?
খোঁপায় তার আগুন পলাশটি
আছে কি গোঁজা!
আর হাতে তার একখানি বর্ষা?

দেখে আসি একবার।।

Exit mobile version