Site icon আলাপী মন

কবিতা- পাঁচিল

পাঁচিল
-সুজিত চট্টোপাধ্যায়

 

কেউ কিচ্ছু ভোলেনা
শুধু সময়মত দূরে সরে যায়
আড়াআড়ি ভাগ হয়ে যায়
সম্পর্কের চাতুরী ভালবাসা ।

স্নেহ হার মানে, হার মানে মমত্ব
স্বার্থ পাঁচিলের ওপারে
মুখ লুকিয়ে বাঁচে রক্তবীজ কত
নিষ্ঠুরতা হাসে, পাশে নির্মম তঞ্চকতা।

শালিক, স্মৃতি ঠোকরায় বারান্দায়
ওর বসন্তের ঠিকানা অজানা, তবুও,
আড়াআড়ি ভাগ পাঁচিল ধুলোয়
মাতৃত্ব রোজ গা ডোবায়, ভালবাসায়।

পাঁচিলের এপারে সূর্যাস্তের গলাপি ছটা
অন্ধকার কাছাকাছিই আছে, হায়,
প্রদীপের শিখা অনেক দূরে সরে গেছে
এখানে সকাল আসবেনা কোনদিনও আর।

আড়াআড়ি ভাগ হয়ে যাওয়া চতুষ্কোণ
হদিস না পাওয়া নক্ষত্র আকাশের নীচে
চন্দ্রিমার পাংশুটে জ্যোৎস্না মাখে রোজ
নিষ্ঠুরতা হাসে, পাশে নির্মম তঞ্চকতা।

Exit mobile version