কবিতা- বিশ-কুড়ি যখন কুঁড়ি

বিশ-কুড়ি যখন কুঁড়ি
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

জানিনে তো ধূমল মেঘ
হি-হি কেঁপে ভরদুপুরে
কোথায় যায়!

তবে কি সে প্রেমের বশে
মুখবুজে নীল আকাশে
ঘুম ছড়ায়?

উল্কা খসে অভিমানে
কি তার ব্যথা সে-ই জানে
খঞ্জ রাত।

সূর্যের ঘুম ভাঙেনা
বাজে কটা নেই সেদিকে
দৃষ্টিপাত।

উত্তুরে বাতাস বয়
বয়স্কদের মৃত্যুভয়
রক্তচাপ

সর্বাঙ্গে হিম ছড়ানো
ভরসা শুধু ভাঙা সাঁকো
উনুন-তাপ।

শিশিরের বিরামহীন
অশ্রুপাত।শেষের দিন
ভয়ংকর!

বিশ- কুড়িতে ভরসা কী?
একূল ওকূল ফর্সা কি!
জয় শঙ্কর।

Loading

Leave A Comment