কেন… ?
-পরিতোষ ভৌমিক
মা’গো তুর আঁচলখানি এত ছোট কেন
সত্যি করে বলবি কি মা চোখে পানি কেন !
বাঁশ বাগানের মাথার উপর শুধুই শুকনো রুটি
চাঁদ কেন যাচ্ছে ঢেকে “কাগজ পত্রে ত্রুটি” ।
আজ কেন মা মেঘে মেঘে শুধুই অ্যাসিড বিন্দু
ঈশাণ কোণে ভীষণ কালো , লড়াই বিশাল সিন্ধু ।
মানুষ কেন মরছে পুড়ছে, জ্বলছে রোশানলে
কাঁদছে মাতা হাসছে ত্রাতা , দেশটা রসাতলে !