কবিতা- অগ্নি শিখা

অগ্নি শিখা 
-মঙ্গল মন্ডল

 


আগুনের যে কি ব্যথা ,
তুমি কি ভেবেছো কোনো দিন?
তার যে জ্বলার আবেগ ,কত প্রিয় মানুষকে ভস্ম করেছে ;
এটা দেখে আগুনের ওপর রাগ হয় ,কিন্তু তার ব্যথা কি কেউ দেখতে পাও?
তোমরা ভিতু ,
তাই আগুনের সব কিছু মেনে নিয়ে দূরে পালাতে চাও,
কিন্তু কাছে গিয়ে তাকেও কি ভালো করে দেখেছো?
কতোটা ব্যথায় সে জ্বলছে? ,,
ওই যে পাহাড় জঙ্গলে জীবন্ত সংসারে একটু ভুল করে এসে পরেছিল,
দাবানল বলে তাকে অ্যাখ্যা দিয়ে তো দিলে সহজেই।
সে বুঝতেও পারেনি তার ক্ষণিকের আসা ওদের নির্জীব করে দেবে!
যখন সে বুঝতে পারে হয়তো তখন সেও পারে না তার আবেগ নিয়ন্ত্রণ করতে;
বুকে যন্ত্রণা ফুঁটে ওঠে আকাশ চিরে;
তাই যেন ওই ধোঁয়া গুলো তার চোখের জলের ফোয়ারা ।
কেন জানি না কত চিৎকার করে উঠে মুহুর্মুহু!
তারো বুকে অনেক ব্যাথা;
তার বৈশিষ্ট্যে সে লজ্জিত ,
তাই যে সে লুকিয়ে থাকে লজ্জায়;
সেও বলে ওঠে কষ্টে ,-
~”আমাকে ডেকো না গো তোমার দ্বারে ,
অন্তর বড়ই ব্যথা পায়,
আমি আদিকালের সর্বচ্চ শক্তি ,
অহংকার নয় এটাই আমার ভয়।”

Loading

2 thoughts on “কবিতা- অগ্নি শিখা

Leave A Comment