Site icon আলাপী মন

কবিতা- ভালোবাসায় সব আছে

ভালোবাসায় সব আছে
ডাঃ তারক মজুমদার

 

 

ভালোবাসায় কষ্ট আছে
আছে অভিমান
কষ্ট পেলে নষ্ট সময়
ঝরে অশ্রু সমান সমান ।

ভালোবাসায় দুঃখ আছে
আছে সুখ ছদ্মবেশী
মাখামাখি ভালোবাসা
অল্প দিনেই হয় বাসী।

ভালোবাসায় ঝগড়া আছে
আছে গভীর প্রেম
উত্তর কালের জন্য
রাখছে ধরে ফ্রেম।

ভালোবাসায় আগুন আছে
সময় স্রোতে বৃষ্টি
চোখের তারায় সব হারায়
রোমিও জুলিয়েট সৃষ্টি।

ভালোবাসায় আছে শুরু
আছে যেমন শেষ
পূর্ণতা পেলে ভালোবাসা
আহা বেশ !বেশ !

Exit mobile version