Site icon আলাপী মন

কবিতা- জীবন বোধের মূল্য

জীবন বোধের মূল্য

-অমল দাস

 

 

জীবন বোধের মূল্য এখনো শূন্য পথেই ডাকছে  

ক্যানভাসে রঙ যতই লাগুক নীরবতাই আঁকছে।  

পাঁকের মধ্যেই আবদ্ধ আজও পদ্ম হওয়া হলনা

লক্ষ শ্যাওলা ঘিরে রেখেছে সৌর আলো এলনা।

 

জলপ্রপাত হয়ে ঝরছি নিত্য পাথরের বুকে কান্না

বোঝে নি ব্যথা পর্যটক, দেখেছে অপরূপ.. ঝর্ণা।

তাপে উত্তাপে বাষ্প আবার বাষ্পে জমেছি মেঘ

আর্দ্রতাই চেপে বসেছে আসেনি ধারা-বৃষ্টি-বেগ।

 

যে জোয়ারে নৌকা ভাসাই স্রোত আপনি থেমে যায়

বাঁধের খুঁটিসম দাঁড়িয়েই থাকি মাটির তল হারায়। 

হয়তো আকাশ মুক্ত আঙন বা হরিৎ সদা বাহার

সমান্তরালও আপত্তি টানে,  জাগছে বাঁধার পাহাড়

 

একান্তরে রৌদ্রপুরে ভাঙছি পায়ে শুষ্ক মরু খেত,

বলয়ের তুষারস্তুপের কবরে ঢাকা সর্ব অভিপ্রেত।

উল্কাসম আলোর দ্যুতি কই? পতন অনন্ত চলছে

দাবানল নেই এমন নয়! আমি বৃক্ষটাই জ্বলছে।

 

Exit mobile version