কবিতা

কবিতা- অস্তিত্ব

অস্তিত্ব
-অনির্বাণ মন্ডল

 

 

কথা ছিল পর্দাহীন কোনো জানালা
আর কুয়াশাহীন সকাল।
আমি নিজেই অত্যন্ত যত্নে
রঙচঙে পর্দা টাঙিয়েছি
আর নিজেই বারবার পর্দা পাল্টেছি;
তবু মনের মত নকশা
আজও বাছাই করা হলনা!

কথা ছিল শব্দহীন নিঃশ্বাস
আর প্রশ্বাসে ভরা অন্ধকার রাত্রি।
বিছানার শিরা উপশিরা জুড়ে থাকা
স্বপ্ন আর যন্ত্রনায়
কেটে গেল শেষ রাত্রির অলিগলি;
তবু মনের মত অন্ধকার
আজও খুঁজে ওঠা হলনা!

কথা ছিল ছায়াহীন নীরবতা
আর একটুকরো মরুদ্যান।
মরুভূমির বালির উৎসসন্ধানেই কেটে গেল
উত্থান পতনে ভরা আস্ত একটা সভ্যতা;
তবু মনের মত সাজানো নগর
আজও পেয়ে ওঠা হলনা!

না বলে কয়ে আসা অসমাপ্ত ঘুমের মত
বর্ষা নামে আর চলেও যায়।
আবর্জনার স্তূপ থেকে উঁকি মারে
নামহীন, গোত্রহীন কোনো উদ্ভিদ।
মাঝে মাঝে বর্জ্য পাতের আওয়াজে চমকে উঠি–
আর অবাক হয়ে উপভোগ করি
আবর্জনার নীচে লুকিয়ে থাকা
আমারই শিকড়ের স্পর্শ।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page