Site icon আলাপী মন

কবিতা- আমার পৃথিবী

আমার পৃথিবী

-পরিতোষ ভৌমিক 

 

 

দিনান্তে সূর্যের মতো লাল দেহে অর্ণবে অবগাহন
নিয়মিত আমার জীবনে রপ্ত ;
লাবনীর ছেঁড়া সিন্থেটিক শাড়িতে ঘেরা
সাঁঝের বিহঙ্গের মতো নীড় পরিচিত ,
দু এক ঘণ্টার নাগরদোলায়
সারাদিনের ক্লান্তির নিঃসরণ ,
আজ বড় স্মৃতি, নিবৃত নিয়ন্ত্রন ।
ছেঁড়া কাপড়ের দ্যূতিময় রঙীন আলোকে
বস্তির ঘরগুলোকে মনে হয় স্বর্গপুরী,
অভাবের তাড়নায় উর্বসী লাবনী
আমার সমাজে এখন ভয়ঙ্কর রাক্ষসী ।
পাখিদের নীড় আছে, চলছে অস্তোদয়
তবুও থেমে গেছে আমার পৃথিবী
সুমেরু – কুমেরু একসাথে রয় ।

Exit mobile version