পঞ্চদশপদী কবিতা
নৃপেন্দ্রনাথ মহন্ত
সূর্যপানে তাকিয়ে থাকি অনায়াসে গ্রহণকালে
গজরাজ গর্তে যখন, ব্যাঙও তাকে লাত্থি মারে
এ নিয়ে আক্ষেপ কেন?সংসারের এটাই রীতি।
হম্বিতম্বি কোরো নাকো, বসে থাকো ঘাপটি মেরে
নয় থাকো এখন তুমি যে তিমিরে সেই তিমিরে
জাবর কেটে লাভটা কী বস্তাপচা প্রাচীন স্মৃতি?
একসময় গ্রহণ কেটে সূর্য বেরিয়ে আসে
তোমার উপায় নেই জড়িয়ে আছো শক্ত পাশে
হৃদট্যাবের কীবোর্ডে বোতাম টেপো এলোমেলো।
নেটওয়ার্ক বিহনে অত্যাধুনিক ফোর-জি ভ’রে
কোন্ বার্তা পাঠাবে বলো মুঠোফোন দৌত্য করে?
বুকের জলায় ডাহুক ডাকে! তাতে কী এলো-গেলো?
চোখ থাকতে অন্ধ হলে, কী লাভ বলো চক্ষু খুলে?
বৃথা তুমি জল ঢেলেছো কাঁটায়ভরা বৃক্ষমূলে
একটাও ফুল ফোটেনি ; বিঁধছে বুকে কাঁটাগুলো।