অধিকার
-তাপসী শতপথী
জানিনা কতদিন অধিকারে
থাকবে আমার!
নরম আলোর রেণু গায়ে দিয়ে
উদ্দীপিত করবে আমায়।
তোমার প্রথম পরশ পায়
কাকলির কলতান,
তন্দ্রা জড়িমা চোখে
প্রকৃতি ও লোভে চুম্বন!
পুব কোনে রাঙা আলো
কচি আগুনের মতো
সবারে জড়ায়-
জল ,স্থল,অন্তরীক্ষ!
তবু একা অধিকারী আমি!
তারা শুধু ভোগ করে,
পায় না তোমায়!
জানি না কত দিন অধিকারে
থাকবে আমার!