বসন্ত বাতাস
– অমিতাভ সরকার
মাঘের সকাল বড্ড ভালো,
ঠান্ডা বাতাস রোদ্রজ্জল।
আলোয়ান গায়ে বড্ড আরাম,
শিশিরের মুখে জ্বলছে আলো।
চন্দ্রমল্লিকার হাসির ঝলক,
গাঁদার গায়ে বাসন্তী রং।
চন্দ্রমল্লিকার বাতাস দোলন,
কনকচাঁপার দুলছে নোলক।
কুলের গন্ধে দারুণ মোহ,
কিশোর কিশোরী ভীষণ পাগল।
শাঁখালুর রং শঙ্খ বরণ,
শ্রীপঞ্চমীর বার্তাবহ।
বাতাস বইছে এলোমেলো,
মনের মাঝে সুরভি এলো।
নীল আকাশ ডাকছে আই,
বসন্তের রঙে ডানা মেলো