কবিতা

কবিতা- সময় হলো কই

সময় হলো কই?

-অতীশ দীপঙ্কর

 

 

এই শীতের শেষে যাওয়ার কথা ছিলো
স্বপ্ন চরে কোন দিন যাওয়া হয় না,
আমার ঈশ্বরের সঙ্গে আজন্ম বৈরীতা তবুও
নিষ্ঠুরতা আজও ভুলতে পারি না।
প্রাণ ভরে চোখ মেলে তার সঙ্গেই
দেখা হওয়ার ছিলো কথা।
সেই সময় এলো কই?

মাটির রঙে না আবেগেই মানুষ হয়,
নিষ্ঠুর মাটি হয়ে যায়।
স্বপ্ন পচিয়ে দেয় ছোঁয়াচে বলয়
আমার মাটি হতে ইচ্ছে হয়।

এ এক অদ্ভূত সময়!
তবুও মরতে করি না ভয়!
সরলতার বিধি পড়েছো সমুদয়
বোঝো নি কী করে অমর হওয়া যায়।
ব্যাকুলতা আকাশ ছুঁয়ে ফুল হয়ে গেছে
আগুন পলাশে মাতোয়ারা,
অনুভবী কোকিল বসন্তের আগমনী গাইছে
আমার আকুলতা ফাগুনের পরম্পরা।।

Loading

Leave A Comment

You cannot copy content of this page