জন্মনেয়
ডাঃ তারক মজুমদার
কত শব্দ কত গল্প
ছড়িয়ে আছে চারিদিক
বনস্পতির গলায় দোলে
লতা গুল্মের উজ্জ্বল আলো।
খিদের আগুন ম্লান ফাগুন
এ্যানিমিয়ায় আক্রান্ত সমাজ
শ্বাসকষ্টে ওষ্ঠাগত প্রাণ
জ্যোৎস্নাস্নাত সকাল খায় হোঁচট।
নষ্ট সময় কষ্ট পায়
সাহিত্য কারিগর
স্বস্তির বিশ্বাস শব্দের ফিসফাস
জন্ম নেয় প্রেমের শ্রেষ্ঠ কবিতা।