অবহেলার কবিতা
-কৃষ্ণ বর্মন
সব অবহেলা শুধু তোমার জন্য নয়
কিছুটা না হয় নিজের জন্য তোলা থাক
সব অবহেলা যে ইচ্ছে করে আসে না
তা বুঝেও তোমার অভিমান একেবারেই অসঙ্গত
সে দাবী আমি করি না
শুধু এ টুকু জানি তোমার থেকে
নিজের জন্য অন্তত একশো শতাংশ বেশী অবহেলা
নিজের জন্য বরাদ্দ
তুমি কিছুটা বোঝো
কিছুটা বুঝতে পারো না
কারণ আমার সবটা আজও
তোমার কাছে খোলা পাতা নয়
তোমার রাগ হতে পার
দুদিন বন্ধ রাখতে পারো নিজের ফোন
ভীষন অভিমানে গোপনে বইয়ে দিতে পারো অলকানন্দা
তবুও কিছু পাতা না পড়াই থাক
সবটা পড়ে ফেললেই তো বুঝে যাবে
সব অবহেলা অবহেলা নয়
অবলীলায় তা প্রেমের উপন্যাস হয়ে উঠতে পারে
উপন্যাস না হয় লিখুক অন্য কেউ
আমি যেন শুধু লিখতে পারি কবিতা
ইঙ্গিতে কিংবা ইষৎ ইশারায়
কিছুটা তোমার আর অনেকটা আমার জন্য
অবহেলায়