কবিতা- আমার প্ৰিয়’র চোখ

আমার প্ৰিয়’র চোখ

-পায়েল সাহু

 

 

আজ ওই কাজল কালো চোখ দুটোতে দেখেছি অগাধ বিশ্বাস,
যে বিশ্বাসের ভরসায় বেঁচে থাকি আমি,
ওই চোখ দুটো যেন মনের আয়না,
যে আয়নায় স্পষ্ট ফুটে উঠেছিলো প্রেমের পরিতৃপ্তি|
ওই গাঢ় চোখের দৃষ্টিতে ডুবে গেছি আজ আমি
সে দৃষ্টি আমায় পূর্ণ করেছে
উপলব্ধি করেছি মিলনের পূর্ণতার |

নির্বাক হয়ে শুধু ওই চোখের দিকে চেয়ে কাটাতে পারি জীবন,
যে জীবন শুধু তারই পদাঙ্ক অনুসরণে বিশ্বাসী,
ভালো লাগা, ভালো বাসায় মাখামাখি ওই চোখ
প্রশ্রয় দেয় অঢেল আদরের |

যে চোখের অভিমানী জলে আদ্ৰ হয় আমার অন্তর,
যে চোখের শাসনে ইচ্ছে হয় নিজেকে নতুন করে গড়ে বাঁচতে,
ওই দীঘল কালো চোখের তারায় লুকোনো আমার প্রাণ
ওই আদুরে কথা বলা চোখের তারায় আমার পূর্ণ সমর্পন |

Loading

5 thoughts on “কবিতা- আমার প্ৰিয়’র চোখ

Leave A Comment