Site icon আলাপী মন

কবিতা- কানন

কানন
-অযান্ত্রিক

 


সরিও না পর্দা,এপার থেকে হলুদ লাগছে রোদের আবেগে,
কারা যেনো, ওপারে বিছিয়ে দিয়েছে ধুধু মাঠ,শিশির,
ঝমঝম পাকা ধানের গান,খড়ের বিছানা,
যারা একদিন চাইতো “অমলকান্তি”রোদ্দুর হোক,
তারা মেঘের চাদর ভালোবেসে আজ মানাচ্ছে শোক।

হাতে না হয় কিছু থাক অশুদ্ধ, অপ্রতিম পাখির স্বভাবে,
মলিন ছায়া মাখা বাতাস ছুঁয়ে যাক জানলা কপাটে।
শান্ত সুস্থির ভাবে মৃদু কৌতুকে ,বলুক ,এসে গেছি,
এসে গেছি দেখো ,ঝুকে পড়া মানুষ ,হেমন্ত উত্তাপে,
যারা একদিন জানত অমলকান্তি রোদ্দুর হবে,
তারা, পর্দার ওপারে হলুদ রোদের দিকে তাকিয়ে থাকে।

Exit mobile version