কবিতা- কেউ নয় ছোট

কেউ নয় ছোট
-মঙ্গল মণ্ডল

 

 

ওরা সব বুদ্ধিজীবী আমরা সব বোকা,
কথা বলাটা আসেনা ঠিক করে ,
তাই মানায় না ওদের পাশে।
কথা বলতে গেলে হ্যাঁ হুঁ করে,
জোর করে দুটো কথা হয়তো বলে ফেলে ,
হ্যাঁ উনি বেঁচে আছেন ,
ওনারা বুদ্ধিজীবি।
আমাদের চালাকি টা আসে না,
তাই বোকা বোকা লাগে ,
ওরা সব বোঝে,
সময়ে না থাকতে পারুক সমালোচনায় আছে।
ওরা বুদ্ধিজীবী ,
ওদের পায়ে সোনার জুতো ;
আমরা কি আর বুঝি বাপু ,
আমরা বোকা একদিন আমাদের সাথেই ঘুরতো ফিরতো।

সাদামাটা আমরা ,
ভান্ডারে কিছু জ্ঞান রাখি না ,
আমরাও যে কিছু পারি সেটা ওরা জানেনা ।
আমরা মাটি থেকে প্রাণশক্তি আনতে পারি,
যে প্রাণে আমারাও বাঁচি ,
সাথে সাথেই বুদ্ধিজীবীরাও প্রাণধারী।
ইহলোকে কেউ নয় ছোট ,
, দৃষ্টিকোণ কর্ম আর সামাজিক স্থানে বিভাজন করেছে দুটো।
বন্ধু হয়ে পাশে থাকলে বুদ্ধি পাবে শক্তি , জ্ঞান ছড়িয়ে জ্ঞান বাড়ে ,
জ্ঞান সঞ্চয়ে বিনাশ হয় সব পঙক্তি।

Loading

Leave A Comment