কবিতা- ছাব্বিশে জানুয়ারি

ছাব্বিশে জানুয়ারি
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

ছাব্বিশে জানুয়ারি
রিক্ত হাতে আকাশ পাওয়ার দিন

মাত্র দিন তিনেক
পালিত হয়েছে নেতাজির জন্মদিন।

দিন শুধু পালনীয়
শুধু ফুলমালা,সুচতুর বক্তৃতা

শুনে মনে প্রত্যয়
এবার জ্বলবে অন্ধকারের চিতা।

হতাশায় মন ভাঙে
দেখে রাজা সব প্রজার কবর খোঁড়ে

শবগুলো অপেক্ষায়
চিতায় উঠবে কেউ নেমে যাবে গোরে।

তবু

ছাব্বিশে জানুয়ারি
নতুন দিন প্রজাতন্ত্রী পথ ধরে

দিন যায় শঙ্কায়
চোখে স্বপ্ন,বুকে আশা ভিড় করে।

Loading

Leave A Comment