কবিতা

কবিতা- দেবতারাও কেন চুপচাপ??

দেবতারাও কেন চুপচাপ??

-অনোজ ব্যানার্জী

 

 

এখানে দূরন্ত কালো শকুনেরা জ্যান্ত মানুষের বুকের হৃৎপিণ্ড খায় ছিঁড়েছিঁড়ে
মহা উল্লাসে,
মৃত লাশের ভীড়ে যায় হারিয়ে জীবনের অস্তিত্বের সবকিছু চাওয়াপাওয়া।
শক্তিমান দেবতারা দেখে চেয়েচেয়ে,,
ভক্তিমান পূজারীরা করে চলে পূজা ফুলচন্দন,, ফলমূলাদি, মিষ্টান্ন, ধূপধূনো দিয়েদিয়ে।
কোটিকোটি টাকা পড়ে খসেখসে নষ্ট তারাদের মত। বাজে অবিরত কাঁসরঘণ্টা, ঢাকঢোল।
চারিদিকে কলরোল, আমোদ উৎসব,
হাসির ফোয়ারা।
হয়না কোন অন্যায়ের,,কোন অত্যাচারের প্রতিবাদের বজ্রহুংকার,,
করেনা কেউ কোন প্রতিকারের শুভ আয়োজন।
বিসর্জনের বাজনা চলে বেজে বারুদের পোড়া গন্ধে।
সকালসন্ধ্যে,দিনরাত,
যাদের আদেশ ছাড়া নাকি নড়েনা একটিও গাছের পাতা,,
সেই মহাশক্তিধর দেবতারাও কেন আজো তবু চুপচাপ??

Loading

One Comment

  • অনোজ ব্যানার্জী

    এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মশাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Leave A Comment

You cannot copy content of this page