মাৎস্যন্যায়
-অনির্বাণ মন্ডল
ঘুমভাঙা থেকে ঘুম আসার সময়
আর আমার চারপাশের সমুদ্র
সবই জলে আর জলে জলময়।
আমার ভিতরের সমুদ্র
সেও বসে নেই;
ক্রমাগত পাড় ভেঙে চলেছে।
নুড়ি,পাথর,শিলা সবই ভাঙছে
আর পড়ে থাকছে বালি।
চোখে, মুখে, স্বাদে, বিস্বাদে
বালি আর বালি।
নিজের অজান্তে বালি ঢুকেছে
আমারই চেতনায়;
তবু খাবার দিতে ভুল হয়না সামুদ্রিক মাছগুলোকে।
খিদের জ্বালায় তারা
কখনো কখনো খেয়ে ফেলে
অত্যন্ত যত্নে গুছিয়ে রাখা
আমার চেতনার আবর্জনাগুলোকে;
তবুও তাদের খিদে মেটেনা;
আর প্রত্যেক দিন আমি বেড়িয়ে পড়ি
ছোট মাছ আর কীটপতঙ্গের খোঁজে।
নিউজ চ্যানেলে, সংবাদপত্রে,
সোশ্যাল মিডিয়ায় আর চায়ের দোকানে,
পক্ষের বা বিপক্ষের মিছিলে
আমি শুধু খুঁজি কীটপতঙ্গ আর ছোট ছোট মাছ।