Site icon আলাপী মন

কবিতা- মাৎস্যন্যায়

মাৎস্যন্যায়

-অনির্বাণ মন্ডল

 

 

ঘুমভাঙা থেকে ঘুম আসার সময়
আর আমার চারপাশের সমুদ্র
সবই জলে আর জলে জলময়।
আমার ভিতরের সমুদ্র
সেও বসে নেই;
ক্রমাগত পাড় ভেঙে চলেছে।
নুড়ি,পাথর,শিলা সবই ভাঙছে
আর পড়ে থাকছে বালি।
চোখে, মুখে, স্বাদে, বিস্বাদে
বালি আর বালি।
নিজের অজান্তে বালি ঢুকেছে
আমারই চেতনায়;
তবু খাবার দিতে ভুল হয়না সামুদ্রিক মাছগুলোকে।
খিদের জ্বালায় তারা
কখনো কখনো খেয়ে ফেলে
অত্যন্ত যত্নে গুছিয়ে রাখা
আমার চেতনার আবর্জনাগুলোকে;
তবুও তাদের খিদে মেটেনা;
আর প্রত্যেক দিন আমি বেড়িয়ে পড়ি
ছোট মাছ আর কীটপতঙ্গের খোঁজে।
নিউজ চ্যানেলে, সংবাদপত্রে,
সোশ্যাল মিডিয়ায় আর চায়ের দোকানে,
পক্ষের বা বিপক্ষের মিছিলে
আমি শুধু খুঁজি কীটপতঙ্গ আর ছোট ছোট মাছ।

Exit mobile version