কবিতা- রোমন্থন

রোমন্থন
-রাণা চ্যাটার্জী

 

 

সরিয়ে নিয়েছি নিজেকে
                             আর বলতে হবে না,
         “উফ জ্বালিয়ে মারলো..এই তুমি যাও তো
  আপদ একটা”,বা “একটু একা থাকতে চাই”..!

মনে পড়ছে কথায় ফাঁসিয়ে টপ করে প্লেট থেকে পকোড়া খেয়ে সেই নির্ভেজাল হাসির কলতান,
আর শুনতে না পেলেও প্রতিদিন প্রতিমুহূর্তে
                          হৃদয়ে আনবো জলপ্রপাত…

প্রকৃতির কোলে পাখির কিচির মিচিরে
               ঠিক খুঁজে পাবো তোমার কলরব।

সময় দিতে না পারার খেসারতে ভঙ্গুর হয় সম্পর্ক,
সব বুঝেও বিরাম হীন লক্ষ্য নিয়ে
          দেওয়াল বেয়ে চলেছি লাল পিঁপড়ের দল ।
স্বার্থপর বলয়ে গুটিয়ে, বাধা এলেই কামড়ে
                  ছিঁড়ে লাল করে আবার যান্ত্রিক দৌড়।

এভাবে অভিমানে সরে যাওয়া
সমাধান নয় জেনেও বুক বাঁধি,ফিরে আসবে তুমি হেঁকে বলবে “কৈ কি আনলে দেখি,
         ইস এই নোংরায় থাকো কি করে!
     “সত্যি তুমি না জীবনে শুধরাবে না গো”

প্রতি ক্ষণে জানান পাই তুমি বিরাজিত
               আপন ছন্দে স্মৃতির রন্ধ্রে আপন মাধুর্যে।

Loading

Leave A Comment