Site icon আলাপী মন

কবিতা- শূন্য পাত

শূন্য পাত
-প্রবীর রায়

 


হেরে গেছি আমি জীবনের কাছে
হেরে গেছি আমি নিজেরই কাছে
তাই মৃত্যুকে আগলে নিয়েছি দুহাতে
প্রশ্ন করিনি কখনো,নিজেকেই-নিজে
আমার মৃত্যুতে নেই,তোমাদের কোনো দোষ
তাই নেই কোনো রোষ,ক’রোনা কেহ আপসোস
এতদিন,আমার সাথেই ছিল প্রশ্ন
আর আমাকে ঘিরেই ছিল উত্তর
আজ যখন আমি নেই বা চলে যাবো
তখন কেন এত সমারোহ,এত ভীর-কল্লোল
প্রাণ ছিল যখন,ছুটেছিলাম আমি প্রাণপণ
কেউ দেয়নি হাত,কেউ আসেনি পাশে
যাকিছু হয়েছিল নিজ চক্ষুঃ সামনে
আর,আজ যখন আমি নেই মিথ্যের প্রলাপন
বাড়িয়ে দিয়েছো হাত,কত হাত-শত শত হাত
আমি নেই-আমি নেই,শূন্য ছিল তখন এ পাত

Exit mobile version