
অণু কবিতা- না কবিতা
না কবিতা
-ডাঃ তারক মজুমদার
যন্ত্রণাক্লীষ্ট মেঘেরা ও একদিন
মেঘমল্লার রাগে ধরে গান,
যন্ত্রণাক্লীষ্ট কোন হৃদয়ের গান
কারো কারো কাছে এটা ফান।
আটপৌঢ়ে জীবনের বাঁকে বাঁকে
পলি আর দাম্ভিকতা
মনের অতল গহ্বরে তখন
ওষ্ঠাগত প্রাণ বাক স্বাধীনতা।
মনটা তখন ছিল নরম
সেই ছোট্ট ছেলে বেলা
ঘাত প্রতিঘাত দিন রাত এখন
সবই শনিবারের বারবেলা।


One Comment
Abdur Rahman
Sundar