Site icon আলাপী মন

কবিতা- আকাশের নিঃসঙ্গতা

আকাশের নিঃসঙ্গতা
– সত্য দেব পতি

 

 

আকাশ বলে একলা আমি,
একবুক আশা নিয়ে নিস্তব্ধ বিরলে বসে আছি,

হাজার মেঘ আর নক্ষত্রের মেলা বসে রোজ-
তবুও মন বড়ো নিঃসঙ্গ।

দিনের দিবাকর আলো দেয় পৃথিবীতে,
আমার বুকে প্রবাহিত বাতাসে প্রাণবন্ত থাকে জগৎ,
তবুও আমি একলা নিতান্তই!
কেউ আমার সাথে কথা বলে না তাই আমি মূক বধির।

যখন পূর্ণিমার চাঁদ তার স্নিগ্ধতাময় জোছনা দিয়ে সমস্ত কালিমা মোছায়,
তখনও আমি না চাওয়া মেঘের সাথে মেতে থাকি;
তবুও মনে হয় আমি নীরব-
আমার নীচের গাছে যখন পাখিরা করে কলরব,
তখনও আমি গভীর ঘুমে আচ্ছন্ন।

বয়ে চলা নদীর বুকে যখন ভাটিয়ালী তানে নৌকার দাড় বায় প্রেমিক মাঝি,
আমি শুধু তার প্রতিফলন দেখি,
কথা তো হয় না-
তাই আমি নিঃসঙ্গ বিরহী আকাশ ।

Exit mobile version