Site icon আলাপী মন

কবিতা- ইতিহাস বলছে

ইতিহাস বলছে
-সুমিত মোদক

 

কখন যে কে নিজবাসে পরবাসী হবে
কেউ জানে না;
আর জানে না বলেই এতো ঔদ্ধত্য মানুষের;
ইতিহাস সে কথা বলে ….
এ সময়ও সে কথা বলে …

যে মাটিতে তার জন্ম,
সেই জন্মভূমি থেকে, মাতৃভূমি থেকে উৎখাত করে,
করে তোলা হয় শরণার্থী;
ছুঁড়ে ফেলা হয় কোন এক প্রান্তিক এলাকায়;
করে তোলা হয় প্রান্তিক, উদ্বাস্তু …
তখন যেন এই মানুষগুলোর দেশ থাকে না;
থাকে না যেন সংবিধানের মৌলিক অধিকার;
খাদ্য, বস্ত্র, বাসস্থান যেন এদের জন্য নয়;
সব যেন ওদের ….

এ মানুষগুলো খোলা আকাশের নিচে
গোটা একটা পরিবার নিয়ে,
গোটা একটা ভূখণ্ড নিয়ে,
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে;
কেউ কেউ বাঁচে, কেউ কেউ মরে যায়;
যারা মরে যায় তাদের হিসাব নেই;
যারা বেঁচে থাকে তাদেরও হিসাব নেই দেশের কাছে,
মানবতার কাছে;
গোটা একটা দেশ,
গোটা একটা পৃথিবী যেন অসহায়;
অসহায়, এই অসহায় মানুষ গুলোর কাছে;

অথচ, ইতিহাস বলছে –
আজ যারা উৎখাত করছে ভূমিপুত্রদের,
তাদের ভূমিপুত্ররাও একদিন উৎখাত হবে
অন্য কারোর হাতে;
এটাই ভবিতব্য;
এটাই ইতিহাস;
ইতিহাস, ইতিহাস-ই থেকে যায়;

আজ যারা কাঁদছে, কাল তারা হাসবে;
আজ যারা হাসছে, কাল তারা কাঁদবে;
আর যারা নীরব, একটু দূরে, দর্শক,
তারাও যে উৎখাত হতে চলেছে মাতৃভূমি থেকে
সে খবর রাখে না;

পৃথিবীর প্রতিটি মানুষ তার মাতৃভূমি থেকে,
ভূমিহারা হবে;
হয়ে উঠবে নিজবাসে পরবাসী;
একদিন সব মানুষ-ই ভূমিহারা হবে একে অপরের দ্বারা;

তবুও আমার পরম্পরা, আমার সংস্কৃতি,
আমার মাতৃভূমি, আমার শাস্ত্র আমাকে শিখিয়েছে
– বসুধৈব কুটুম্বকম;
পৃথিবীর সকলেই আমার আত্মীয়।

Exit mobile version