Site icon আলাপী মন

কবিতা- দুই ঘর

দুই ঘর
– শুক্লা রায় চৌধুরী

 

 

উজ্জ্বলতার বন্যা হয়ে রঙ্গীন আলোর খেলা,
তোমার ঘরে হাজার বাতি আমার ঘরে অন্ধকারের মেলা;
মধুর বাতাস করছে যে বাস নানান ফুলের সাজ,
তোমার ঘরের ভ্যাপসানো রাত তাই কি এত লাজ?
হাসির লহর আমার ঘরে সুখের প্রাসাদ একেই বলে,
কান্নাগুলোও বোবার মত তোমার মনন ধুয়েই চলে;
একটি বেলুন সারা বছর তোমার হাতেই বিরাজ করে,
আমার ঘরে হরেক রকম, জন্মদিন তো লেগেই থাকে;
রকমারী ওই সুস্বাদু কেক মুখে মাখাই মজার ছলে,
বাসী রুটির স্বাদ যে কঠিন ওতেই তোমার উদর ভরে।

Exit mobile version