কবিতা- নিজেকে পাই

নিজেকে পাই
– পিকন দে

 

 

কখনো কখনো আমি যেন,
গাছের মাঝে নিজেকে পাই!
নীরব হয়ে দাঁড়িয়ে থেকে,
সকলের জন্য করেই যাই।
পাতার ভাঁজে মিষ্টি বাতাস,
ছড়িয়ে দিয়েও পরিবেশে।
নিত্য কেমন কুঠার ঘায়ে!
আঘাত পেয়েও,থাকি হেসে।
সকলে কেবলি ব্যস্ত এখন,
এগিয়ে চলেছে স্বার্থ নিয়ে!
গাছের মতোই নিঃস্বার্থ ভাবে,
একাকী আছি আঁকড়িয়ে।
নিজের কাছে নিজেই হেরে,
ঢেকে রেখেছি দুঃখগুলি!
গাছের মতোই আমার জীবন,
যখন যেদিকে-সেদিকে চলি।
হঠাৎ আমার ভাবনা ভেঙে,
হৃদয় মাঝে কড়া নাড়ে।
তখন বুঝি গাছগুলো যে,
কমছে শুধুই কেমন হারে।

Loading

3 thoughts on “কবিতা- নিজেকে পাই

    1. অসংখ্য ধন্যবাদ এভাবেই সঙ্গে থাকবেন বন্ধু

Leave A Comment