Site icon আলাপী মন

কবিতা- নিভৃত প্রেম

নিভৃত প্রেম
– অমিতাভ সরকার

 

সহসা একি অঘটন;
পুঞ্জ পুঞ্জ দুঃখগুলো জমাট বেঁধে
এক আকাশ মেঘ তৈরি হল।
হারিয়ে গেল কবিতার শব্দগুলো।
বৃষ্টি নামল, অঝোর ধারায় বৃষ্টি।
ঝাপসা চারিদিক তুমি হারিয়ে গেলে,
বৃষ্টির জানালা তোমার খোঁজ দিতে পারল না।
অবক্ত প্রেম থেকে গেল হৃদয়ের গভীরে ছিন্নভিন্ন অবস্থায়।
এক সময় তারা ফুটল নীল আকাশে,
জোনাকির দল এসে আবেগ মাখিয়ে গেল।

বাঁশপাতার দোলা হাওয়া মাখিয়ে গেল।

তবুও তুমি এসে বৃষ্টির জানালা ভেদ করে আমায় দেখা দাও নি।
যেটা আমি গভীরভাবে চেয়েছিলাম অন্তত সেই মুহূর্তে।
ব্যথাতুর সেই মুহূর্ত আজও কেঁদে কেঁদে মরে।

Exit mobile version