কবিতা

কবিতা- স্বপ্ন

স্বপ্ন
-রাজশ্রী রাহা চক্রবর্তী

 

 

মধ্য রাত্রি গত
গভীর নিশুতি চারিপাশ
রাতচরা পাখিদের
নিঃশব্দ ডানার অনুভব
আরও বেশি নিস্তব্ধ
আরও বেশি গভীর আবহ
গড়ে তোলে ।

ঘুমের গহন রাজ্যে
স্বপ্নের মৃদু আনাগোনা
সেই সব ছবি
কখনো দেখেছি , কোথাও
স্মৃতির অতলে দিয়ে পাড়ি
অথবা কখনো তাকে
বইতেও দেখিনি কখনো

বেলুনের হাওয়া গাড়ি চড়ে
ভেসে যাই দূর অজানায়
মেঘেদের সাথে ভাব করে
দেখি এক পাহাড় চূড়ায়
বুনো হাঁস একা একা এক
ডানা ঝাপটায়

বহুদূর দূর সেই পথ
সাথী সেই বুনো হাঁস আজ
বেলুনের হাওয়া গাড়ি ওড়ে
তাতে আজ সওয়ারি দুজন

এইভাবে হয়ে যাই পার
কত পথ ,কত মাঠ বন

ভেসে যাই
আরও ভেসে যাই
দূর আরও দূর

হয়তো বা কোনদিন
দেখা হবে দূর অন্তরীক্ষে

Loading

Leave A Comment

You cannot copy content of this page