Site icon আলাপী মন

কবিতা- শান্তির সন্ধানে

শান্তির সন্ধানে
– মঙ্গল মন্ডল

 

 

বিষ নিয়ে ঘুরছে ,
সবার মাঝে একরাশ বিষ আছে;
গরল দেখিয়ে সে নিজেকে লুকায় ,
বিষের আড়ালে মধু আছে ,
ওকে ঝেড়ে ফেলতে দাও,
যদি তার মধুরতা আমরা পাই।

কারো গরল আবার মিষ্টি ,
কারোরটা তেতো;
তেতো তবু শুধরে দেয় ,
মিষ্টি দেয় গভীর মৃত্যু ।
কানে যেন কারা বিষ ঢালছে ,
জীবন্ত বিষ ;
আহা কি মিষ্টি তার গন্ধ,
মোহের জালে মৃত্যু একটু দিস।

 শ্মশান আমার শেষ দেশ ,
ঘুরতে তো যেতেই হবে;
পাসপোর্ট ভিসা বলতে মৃত্যু ,
থাকবে তখন কাছে,
কঠিন হয়ে বিছানা শয্যায়
বিলীন হয়ে রব,
আর ভস্ম হয়ে প্রভাত দেখবো ;
উড়ে যাব ,মিশে যাব বাতাসে ,
আবার নতুন দিগন্তে
যাব কোনো এক শহরে।

শ্মশান আমার ভয়ের ছিল ,
ওইখানেই একদিন চিরশান্তি পাবো ।

একদিন এক শান্তির নেশায়
ঘুমে স্বপনে চলতে ফিরতে মগ্ন হয়েছিলাম,
সে এক গভীর অনুরাগে।
সেদিন আমি বলতে পারিনি ,
থেমে গিয়েছিলাম
সে এক অজানা পিছুটানে;
আমিও পাল্টে গেছি,
আর নেই আমার সেই গভীর অনুরাগ।
এখনো ইতিহাসের পাতায়
তবুও খুঁজতে বের হয়ে পরি ,
যদি একবার অতীত ফিরে পায়।

Exit mobile version