নষ্টা মেয়ে
– সোম
দু’চোখে যতোই থাক ঘর বাঁধার স্বপ্ন-আশা
ওরে বেশ্যা তোর প্রেম ভালোবাসা।
সিনেমার গল্পে কিংবা থিয়েটারে,
কখনো বাস্তবে নয়, নয় কারো ঘরে।
তুই কেবল কাম মেটাবার রক্ত মাংসের একটা যন্ত্র।
সবাই কিনতে চায় শরীর,
কেউ কেনে না ভাঙা হৃদয়, তোর পোড়া মন।
অল্পকিছু অর্থে বেচে দিস দেহ, করিস নিশীযাপন।
এ সমাজের সভ্য মানুষ কাম মেটাতে,
হয় তোর ক্ষনিকের আপন।
তোর গায়ের গন্ধ মেখে, কামের নেশায় বিভোর হয়ে,
যদি কোনো চরিত্রহীন মহাপুরুষ তোর দেহে খুশি হয়,
তাহলে কিছু টাকা উপহার দেয়,
না না ভালোবেসে নয়, নয় আদরে।
সময়ে ও টাকা শোধ নেবে মহাপুরুষ,
হিসাব কোষে ঠিক শোধ নেবে তোর গায়ে গতরে।
এ পুরুষ শরীরের ঐ নরম মাংসপিণ্ড পেতে চায়,
তোকে নয়, সবার লক্ষ্য তোর নধর দেহ।
এ সমাজে তুই নষ্টা মেয়ে, তুই পতিতা বেশ্যা;
সমাজে কোনো স্থান নেই, তুই নগন্য তুই হেও।