Site icon আলাপী মন

কবিতা- ‘ও’

“ও”
-সুজিত চট্টোপাধ্যায়

বলেছিলাম সুখ দেবো ,
ও চেয়েছিল একচিলতে শান্তি।

বলেছিলাম ভালবাসা দেবো,
ও আঁতকে উঠেছিল।

দোহাই তোমার ,
মিথ্যের বেসাতি নাইবা করলে।
অস্তিত্বহীন স্বপ্নবিলাসী ভাষায়
অকারণ মজিয়ো না আমায়।

আকাশের কালো মেঘে ,
খেলে গেল নীলচে তীক্ষ্ণ বিদ্যুৎ।

আমাকে বিষ দিতে পারো, গরল?
প্রাণ সঁপে দিতে রাজি, তঞ্চকতা নির্মম।

বলেছিলাম দেবো, দেবো শান্তি,
ও দু’হাতে মুখ ঢেকে শুধু কেঁদেছিল
আর কেঁদেছিল!

চেয়েছিলাম একটু আদর করি ওকে,
ততক্ষণে ও অনেক অনেক দূরে,
অশ্রু নয় প্রেম নয় সুখ নয়
ওখানে কেবল আফসোস পৌঁছায়।

দেরী হয়ে গেল, বড্ড দেরী,
শুধু এই সত্য বুঝতে, সম্পর্ক ভালবাসা

অস্তিত্বহীন স্বপ্নবিলাসী ভাষা মাত্র
আর কিছু নয়।

Loading

Exit mobile version