
অণু কবিতা- আমার কবিতা
আমার কবিতা
– মানিক দাক্ষিত
কবিতা আমার সাতসকালের
সূর্য ওঠা ভোর।
কবিতা আমার সুষম শব্দে
বলবে কথা তোর।
কবিতা আমার ভালবাসার
মনের যাদুধন।
কবিতা আমার সুখ দু:খের
খুশীর বৃন্দাবন।
কবিতা আমার ঘোর প্রতিবাদ
বারুদ ভরা বোম।
কবিতা আমার সলতে দেওয়া
আলো জ্বালার মোম।
কবিতা আমায় বাঁচিয়ে রাখে
সকাল থেকে সাঁঝ।
কবিতা আমায় বিবেক দিয়ে
করায় সকল কাজ।


One Comment
Anonymous
কবিতাই সকলের বিবেক জাগ্রত রাখুক । সুন্দর কবিতা, ভালো লাগার কবিতা— সকলেরই ভালো লাগবে ।