এটা অন্যকারো পথ
-অতীশ দীপঙ্কর
জঙ্গলের গহীনে প্রবেশ করেছ
অন্ধকার ছাড়া সেখানে কোন পথ নেই
সে পথ অন্য কারো।
তুমি তোমার নিজের পথে নেই
অন্য কারোর পথ অনুসরণ করছো।
বুঝতে পার না তোমার সম্ভাবনা কি
জল নামা ইরি ধানের বুকভরা থোড়।
ঘুমতে ঘুমতে এতো যে বিষ মন্ত্রের আঁকছো ছবি
সঙ্গম-ক্লান্ত দাঁড়িয়ে ঘাটে অশ্লীল পাথর।
বুঝতে পারছো ডিপ্রেশান কি?
শরীরে মানুষের মুখ ফিরিয়ে নেওয়া ক্ষত তোমার।