Site icon আলাপী মন

কবিতা- ইচ্ছা

ইচ্ছা
-অনির্বাণ মন্ডল

 

 

তোমাকে দিতে চেয়েছিলাম
জানালার ধারে হঠাৎ করে পাওয়া সীট
আর নামহীন কোনো দুপুরে
না বলে আসা বৃষ্টিতে ভিজে যাওয়া শরীর।

তোমাকে দিতে চেয়েছিলাম
চোখে চোখে তাকানোর সুখ
আর রাস্তার ধারে পড়ে থাকা
একমুঠো গন্ধহীন পলাশ।

তোমাকে দিতে চেয়েছিলাম
ফুটপাতের ধারে অনাদরে বিক্রি হওয়া
অখ্যাত কোনো লেখকের চটি বই
আর শেষ বিকেলের ট্রেনের জন্য
অপেক্ষা করা সময়।

রাজনীতির রঙে যখন
ক্রমশ রঙীন হয়ে উঠছে
আমাদের চেতনার অস্থি মজ্জা ;
তখন তোমাকে দিতে চেয়েছিলাম
বর্ণহীন একলা মধ্যরাত্রির প্রথম অন্ধকার।

Exit mobile version