Site icon আলাপী মন

কবিতা- তথাকথিত

তথাকথিত
-অযান্ত্রিক

 

এই গায়ের সবুজ রাঙা জামা,ওই যে সুতির পাতলুন, ওগুলো নয়,
চোখের কানাচ ভেজা নোনতা জলের দাগ,ওইটাই, ওইটাই শুধু সম্বল।
আমরা তো উড়তে শিখিনি তবে পাখিদের দেখি, ডানায় ভরে বিস্ময়,
দিগন্তের কাছ থেকে জেনে আসে অন্তের কত দেরী, ওইটাই মনোবল।

ইট কাঠ পাথরের কথা বলে বলে ক্লান্ত হয়ে গেছে সংসারী দুপেয়ের দল,
যারা কোনো নিভন্ত প্রদীপের আলোয়, ঝুঁকে পড়ে শিখেছে রক্তের বানান।
শেষ বাজারের থেঁতলানো শাকের ক্লেদ মাটি ,কাদা, পুষ্টির বীর্য অবিকল,
পড়ে আসা রোদের ঠিকানায় রাস্তার পাশে দড়ি দরার বিছানায় করে স্নান।

মনের পিছনে ফিরে যাওয়া আটকাতে লাগে না, তিতিবিরক্ত অন্ধকারে,
মানুষের মুখের ভিতর ফুটে ওঠে মানচিত্র, ভাগ হওয়া কত কত দেশ।
যেভাবে ফুরালে নিশি, আজানে শোনায়, যা যেখানে ভুল, ক্ষমা কর তারে,
শরীরী রেকাবি থেকে তুলে নিয়ে প্রথম আপেল, ঈশ্বর প্রতিদান, বেশ বেশ।

Exit mobile version